রাজধানীর বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া মার্কেট ভবনটি ২০১৯ সাল থেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গেটে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরও বলেন, ‘২০১৯ সালের ১০ এপ্রিল মার্কেট ভবনটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছিলাম। এমনকি ১০ বার নোটিশ দিয়েছি। করণীয় যা ছিল করেছি। কিন্তু তারা কোনো কথা শোনেননি।’
Drop your comments: