বঙ্গবাজারে আগুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হলে এর পেছনে আওয়ামী লীগের প্রভাবশালীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে এমন অভিযোগ করেন তিনি। বলেন, ভিত্তিহীনভাবে বিএনপিকে বঙ্গবাজারের ঘটনায় জড়ানো হচ্ছে। তাই এই ঘটনায় সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রোজার ঈদের পর সবাইকে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। সুষ্ট নির্বাচনে জাতিসংঘের সহয়তা প্রস্তাব প্রত্যাখান করেছে।
Drop your comments: