সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু মহিলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) দুবাইস্থ একটি তিন তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউসার নাজ নাসের। শেখ ওসিনা আসলাম শর্মী ও সোনিয়া সামিহার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্সুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিজিওনাল ম্যানেজার সজল কান্তি বড়ুয়া, দুবাই জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ইঞ্জিঃ আবু নাসের। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সহ সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, ব্যবসায়ী আব্দুল আলিম।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু যেমন মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আমাদেরকে এই আদর্শ হৃদয়ে লালন করে সাহসের সঙ্গে চলতে হবে। বঙ্গবন্ধু কন্যার সাহসী পদক্ষেপে দেশ এগিয়ে যাচ্ছে বলেও বক্তারা বলেন।
এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ হওয়া সকলের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার লক্ষে বিপুল সংখ্যক কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।