আজিজুর রহমান দুলালঃ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বে সকল সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে।
বুধবার (১৯ জুন) আলফাডাঙ্গা প্রেসক্লাবে শপথ গ্রহন শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর ১টায় বঙ্গবন্ধুর মাজারে পৌঁছে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায়।
এদিকে, আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
Drop your comments: