কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
রোববার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, তারা স্থানীয় একটি মাদরাসা থেকে বের হয়ে এসে ভাস্কর্য ভেঙেছে।
এ সময় ভাস্কর্য ভাঙার ঘটনায় উসকানিদাতাদেরও ছাড় দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই নিজেদের অনেক শক্তিশালী মনে করতে পারে। তবে তাদের এই ধারণা ভুল। বঙ্গবন্ধুর ভাস্কর্যের যারা বিরোধিতা করছে তারা কোনোভাবেই ছাড় পাবে না। সারাদেশের ভাস্কর্যের নিরাপত্তায় সরকার নজরদারি করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Drop your comments: