বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রভাষা বাংলা করার আন্দোলনে বঙ্গবন্ধুর যে অবদান, তা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল। বৃহস্পতিবার (১৮ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা জেলখানায় থেকেই ভাষা আন্দোলনের খোঁজখবর রাখতেন এবং ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগযোগ রাখতেন। বইমেলা প্রসঙ্গেগ প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা আরও বলেন, সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের সবাইকে এ অভ্যাস করাতে হবে। প্রযুক্তি আসলেও বইয়ের অবদান কখনো শেষ হয়ে যায় না। বই কেনা এবং বই পড়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে। নিজেকে সুরক্ষিত রাখার মানে হলো অন্যদের স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখা।