রিমন মেহেবুব রোহিত, কক্সবাজারঃ কক্সবাজার খুরুশকুলের আলোচিত ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যা মামলায় আটক ৪ আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার অধিকতর তদন্তের জন্য পুলিশের পক্ষে আসামীদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী এড. সৈয়দ রেজাউর রহমান। রিমান্ড শুনানিতে অংশ নেন কক্সবাজার বারের অর্ধশতাধিক আইনজীবী।
রিমান্ড মঞ্জুর হওয়া আটক আসামীরা হলেন, মামলার ১ নং আসামী আজিজ সিকদার, ২ নং আসামী ফিরোজ আলম, ১৪ নং আসামী রিয়াজ সিকদার ও ১৫ নং আসামী মুহাম্মদ মুন্না।
গত রোববার কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে খুন করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে।
এই ঘটনায় মঙ্গলবার রাত ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় নিহত ফয়সালের বড়ভাই নাছির উদ্দীন বাদী মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করা হয়।