বিদেশে কর্মরত প্রবাসী কর্মীদের বিক্ষোভ ও দাবির মুখে চার দিন আগে মধ্যপ্রাচ্যের চার দেশ ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু হয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের শেষ হচ্ছে না।
কর্মস্থলে ফিরতে প্রবাসী শ্রমিকদের জন্য পাঁচটি দেশে বিশেষ ফ্লাইটের শিডিউল নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। যাত্রীদের অভিযোগ, ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হচ্ছে প্রায়ই, কিন্তু জানানো হচ্ছে না যাত্রীদের। ফলে বিভিন্ন অঞ্চল থেকে এই লকডাউনের মধ্যে আগত প্রবাসী কর্মীরা পড়ছেন চরম দুর্ভোগে। একটি করোনা টেস্ট করার পর তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। ৭২ ঘণ্টার হালনাগাদ নেগেটিভ টেস্ট রিপোর্টের জন্য আবারও করতে হচ্ছে টেস্ট। বারবার করোনা টেস্টে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে তাদের।
লকডাউনের কারণে এয়ারলাইনসগুলোর নিয়মিত ফ্লাইট যাচ্ছে বিশেষ ফ্লাইট হিসেবে। কিন্তু লকডাউনের পূর্বে ঘোষিত যেসব ফ্লাইট যাচ্ছে না এবং নতুন ফ্লাইটের তথ্য জানানো হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।