করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পারস্য উপসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিবিধ ব্যবস্থা নেয়া হয়েছে।
জিসিসির বৃহত্তম দেশ সৌদি আরবের আন্তর্জাতিক বিমান চলাচলে চলমান নিষেধাজ্ঞা আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও ২০টি দেশের সাথে বিমান যোগাযোগ চালু করছে না দেশটি। অবশ্য সৌদি নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ২০ দেশ হলো আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, ব্রিটেন, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, লেবানন ও মিসর।
এই নিষেধাজ্ঞা অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা এই ২০ দেশে সৌদি আরবে প্রবেশের ১৪ দিন পূর্বে কাটিয়ে এসেছে।
এছাড়া সৌদি আরবে আসার আগে প্রত্যেককে করোনা পরীক্ষার পিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট অর্জন করতে হবে। এই পরীক্ষা দেশটিতে আসার ৭২ ঘণ্টা আগেই করতে হবে। নতুন করে এই নিয়মটি আগামী বৃহস্পতিবার থেকে চালু হতে যাচ্ছে।