যুক্তরাষ্ট্রের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। এরমধ্যে ফ্রান্সের প্যারিসে জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় জর্জ ফ্লয়েডের মতো ২০১৬ সালে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর সুষ্ঠু বিচারেরও দাবি জানান তারা।
যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ আমেরিকান নিহতের ঘটনায়, দাবানলের মতো ছড়িয়ে পড়া আন্দোলনের রেশ কাটতে না কাটতে বর্ণবাদ বৈষম্যের প্রতিবাদে প্যারিসেও আন্দোলন করেছেন কয়েক হাজার মানুষ।
২০১৬ সালে এক যুবক ফ্রান্সে পুলিশি হেফাজতে নিহত হন। তারই স্মরণে আর প্রতিবাদে প্যারিসের হাইকোর্টের সামনে জড় হন কয়েক হাজার মানুষ।
শুরুর দিকে আন্দোলণ শান্তিপূর্ণ হলেও এক পর্যায়ে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তেজিত আন্দোলনকারীরা জ্বালাও পোড়াও করে। রাস্তার পাশে নানা স্থাপনায় তারা ভাংচুর চালাই। তারা যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডের পাশাপাশি প্যারিসে জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবি করেন।
প্যারিসের এই বর্ণ বৈষম্যের আন্দোলন নিয়ে অনেক শঙ্কা করছেন ইউরোপে ছড়িয়ে পড়তে পারে এই বর্ণ বৈষম্যের আন্দোলন।