পাবনার সাঁথিয়ায় দুই বছর আগে মোবাইল ভিডিওতে এক প্রবাসীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আরিফার। এর মধ্যে ওই প্রবাসী দেশে আসেননি। রোববার রাতে আরিফা (২০) আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার ধোপদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামে। আরিফা ওই গ্রামের প্রবাসী আক্কাস আলীর মেয়ে।
জানা গেছে, বাড়ির সবার অগোচরে তার শোবার ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আরিফা আত্মহত্যা করেন। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার ধোপাদহ ইউনিয়নের ধোপাদহ গ্রামের প্রবাসী দেলোয়ারের সঙ্গে মোবাইল ভিডিওতে পারিবারিকভাবে আরিফার বিয়ে হয়। বিয়ের পর দেলোয়ার একদিনের জন্যও দেশে আসেননি।
সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সোমবার পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।