প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিকালে মোংলা পোর্ট পৌর যুব মহিলা লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি।
বহিষ্কৃতরা হলেন, মোংলা পৌর যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না এবং সহ-সভাপতি ও সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন। এই দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে মোংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা ও সাধারণ সম্পাদক ইস্তুতি সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ৮ এপ্রিল সাজিয়া পারভীন স্বপ্না তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিষ্টি কুমড়ার ছবিসহ কটূক্তিমূলক পোস্ট করেন। ওই পোস্টে শিউলি আকন তামাসামূলক মন্তব্য করেন গুরুতর অপরাধ করেছে। এ অপরাধের কারণে পৌর এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাদের পদ থেকে বহিষ্কার ও সদস্য পদ বাতিল করা হয়।
এই বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চলে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যুব মহিলা লীগে দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে এমন কটূক্তি দুঃখজনক। আমি জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, যাতে কেউ আর এমন সাহস না পায়।