ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা ছবি ও কটূক্তি শেয়ার করায় যায়যায়দিন পত্রিকার কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রতিনিধি খন্দকার ফরহাদ আসিফ টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগ নেতার দায়ের করা মামলায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমারখালী পৌরসভা এলাকা থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়। টিপু যায়যায়দিন পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
ওসি জানান, বৃহস্পতিবার ফরহাদ আসিফ টিপু তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা দুটি ছবি ও কটূক্তিমূলক পোস্ট শেয়ার করেন। বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়লে টিপু ফেসবুক থেকে শেয়ার করা ছবি সরিয়ে ফেলে আত্মগোপনে থাকে। এরপর রাতে কুমারখালী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ফরহাদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯ (১) ও ৩১ (২) ধারায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর টিপু ছবি শেয়ার করার কথা স্বীকার করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। টিপুকে আদালতে নেওয়া হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে টিপু প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করেছে।