বিয়ের তিন মাসের মাথায় স্ত্রী অন্য জায়গায় বিয়ে করায় ফেসবুকে পোস্ট দিয়ে সৈয়দ আল মনছুর ওরফে মাখন (২৭) নামে এক সৌদি প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন।
বাংলাদেশ সময় গত ৭ জানুয়ারি সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত মনছুর জামালপুরের মাদারগঞ্জ শহরের চরবওলা গ্রামের সৈয়দ জালাল উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালের শেষে দিকে সৌদি পাড়ি জমান মনছুর। সেখানে থাকা অবস্থায় তিন মাস আগে প্রেম করে মোবাইলের মাধ্যমে গোপনে বিয়ে করেন তিনি। কিন্তু গত ৫ জানুয়ারি মনছুরের স্ত্রী তাকে ছেড়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা করেন তিনি।
মনছুরের সৌদি রুমমেট ইয়াসিন মণ্ডল বলেন, মনছুরের সঙ্গে আমি একই রুমে থাকতাম। শনিবার ভোরে মরছুরকে বিছানায় না পেয়ে কাজে চলে যাই। পরে খবর আসে মনছুর বাসার ছাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে মনছুর ফেসবুকে তার স্ত্রীর ছবি দিয়ে লেখেন, ‘রিয়া তোমার জন্য আজ আমার জীবন গেল’।
ঘটনার সত্যতা স্বীকার করে মনছুরের বড়ভাই লিখন মিয়া ওই মেয়ের প্রতারণার বিচার চেয়েছেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলিশায় রিছিল বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। তবে এখনও অফিসিয়ালি কোনো চিঠিপত্র পাইনি।