নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাদুরচর এলাকার কবরস্থানের জায়গা বিক্রি করা দালাল চক্রের সদস্য, দেলোয়ার হোসেনের বিলাসবহুল বাড়ি।
উপজেলার নোয়াগাঁ ইউনিয়ন লাধুরচর এলাকায় এক সময়ে ফেরি করে কাপড় বিক্রি করতো দেলোয়ার, বিভিন্ন আবাসিক কোম্পানির সাথে জোক সাজেসে স্থানীয় এলাকার বিভিন্ন অসহায় মানুষের জমি আবাসন কোম্পানির কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে দেলোয়ারের বিরুদ্ধে। বেপরোয়া ভূমি দস্যু দালাল চক্রের সদস্য দেলোয়ার হোসেন নিজে এলাকা রয়েছে তার বিলাসবহুল বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায় ,বিগত দিনে ও বর্তমানে উপজেলার রাজনৈতিক দলের সদস্যদের সাথে তার গলায় গলায় ভাব।
ক্ষমতায় যেকোন রাজনৈতিক দলেই থাকুকনা কেন , দেলোয়ার সকল রাজনৈতিক দলের দপ্তর সম্পাদক।
বেপরোয়া কার্যক্রমের অংশবিশেষ হিসেবে এলাকার পাঁচ গ্রামের কবরস্থানের জমি, আবাসন কোম্পানির কাছে বিক্রয় করতে সহযোগিতা করেছে দেলোয়ার। রাতারাতি অবৈধভাবে দালাল চক্রের সদস্য হিসেবে কাজ করে গড়ে তুলেছে নিজের সম্রাজ্য। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস , সোনারগাঁ উপজেলা সাব রেজিস্ট্রার অফিস, ইউনিয়ন ভূমি অফিস, ও ইউনিয়ন পরিষদে তাঁর সিন্ডিকেটের বিস্তার। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকার ইউপি সদস্য জহিরুল হক বলেন, সোনারগাঁও উপজেলার ল্যান্ড ব্যবসায়ী এমন কোন লোক বাকি নেই দেলোয়ার কে চিনেনা, দেলোয়ারের সাথে ব্যবসা করেনি। আমি নিজেও তার সাথে দীর্ঘদিন ব্যবসা করেছি।
কবরস্থানের জায়গা আবাসন কোম্পানির কাছে বিক্রি করার বিষয়ে দেলোয়ার বলেন, আমি এর সাথে জড়িতনা আমাকে পরিকল্পিতভাবে আমার শত্রুরা ফাঁসিয়ে দিচ্ছে। ডিজিটাল রেসিডেন্স কোম্পানির সাথে আমার কোন ব্যবসায়িক সম্পর্ক নেই।
একমাত্র এই এলাকার আস্তা ফিড কোম্পানির সাথে কিছু দিন ব্যবসায়িক লেনদেন রয়েছে। এ বিষয়ে স্থানীয় জনসাধারণ বলেন, স্থানীয় এলাকার অসহায় জনসাধারণের জমি, ভুয়া ওয়ারিশ সনদ, ভুয়া নামজারি, ভুয়া দলিল করে আবাসন কম্পানির কাছে দেলোয়ার হোসেন বিক্রি করে দিয়েছে। অনেকে তার বিরুদ্ধে বিচার চেয়ে, বিচার পাইনি।