গৃহকর্মী ধর্ষণের অভিযোগে ফেনীতে পারভেজ (৩২) নামে বিদেশ ফেরত এক প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফেনী সরকারি কলেজের সামনে থেকে মডেল থানা পুলিশ গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ির মাহবুল হকের ঘরে এক গৃহকর্মী দীর্ঘ ধরে কাজ করে আসছিলেন। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেন মাহবুল হকের ছেলে পারভেজ। বিভিন্ন সময়ে ওই মেয়েকে নানাভাবে বিরক্ত করে আসছিলো ওই বখাটে যুবক। গত মঙ্গলবার রাতে ঘরের সামনে থেকে মেয়েটিকে মুখ চেপে বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় তুলে নিয়ে ধর্ষণ করে পারভেজ। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করেন। পরেরদিন সকালে স্থানীয়দের সহযোগিতায় পারভেজকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে মেয়েটি।
ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, ওই ঘটনায় পারভেজকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফেনী কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।