ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় রাইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
গত সপ্তাহে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ের পর থেকে এখনও পর্যন্ত ৬৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ঝড়ের তাণ্ডবে আহত হয়েছে সহস্রাধিক মানুষ। ডেইলি ফিল স্টার জানিয়েছে, এক হাজার ১৪৬ জনকে রাইয়ের আঘাতে আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
ফিলিপাইনে এটিই ছিল এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাসদস্যদেরও উপদ্রুত অঞ্চলে পাঠানো হয়েছে।
প্রলয়ঙ্করী এই ঝড়ে উপদ্রুত এলাকাগুলো একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। লোকজন হতাহত হওয়ার পাশাপাশি বহু জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। ঝড়ের কারণে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন প্রায় চার লাখ মানুষ। ঝড়ে নষ্ট হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা এখনও সচল না হওয়ায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিমাপ করা সম্ভব হচ্ছে না।
বিবিসি-র সঙ্গে আলাপকালে ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন বলেন, ঝড়ের আঘাতে বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও কমিউনিটি বাড়িগুলো টুকরো টুকরো হয়ে গেছে। কিছু কিছু এলাকা যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ানক বোমা হামলার শিকার হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি ত্রাণ প্রচেষ্টায় অর্থায়নের জন্য ২২ মিলিয়ন ডলারের জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে রেডক্রস।