আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্ববাসীর কাছে এক বিলাসবহুল শহর হিসেবে বেশ পরিচিত। সম্প্রতি আম ডেলিভারিতে সুপার মার্কেটের মালিক ল্যাম্বরগিনি গাড়ি ব্যবহার করে গণমাধ্যমের নজরে আসেন। গণমাধ্যমের আসার আগে নেট জগতে বেশ আলোড়ন সৃষ্টি করে।
স্থানীয় ইংরেজি গণমাধ্যম গাল্ফ নিউজে বলা হয়, এক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিগত গাড়িতে আম ডেলিভার করেন। তিনি বিশ্বাস করেন যে “ আম হচ্ছে ফলের রাজা। তাই রাজার তো রাজার হাবভাবেই ভ্রমণ করা উচিত”। সর্বনিম্ন ১০০ দিরহামের আম অর্ডার করলে গ্রাহকরা ল্যাম্বরগিনি চড়ার সুযোগ এবং ডেলিভারি পাবেন।
সেই পরিচালক আরো বলেন, ‘কোভিড -১৯ মহামারীতে ঘরবন্দী বাচ্চাদের এতে করে কিছুটা আনন্দ দেওয়া যাচ্ছে।’ প্রতিদিন ৭ থেকে ৮ টি হোম ডেলিভারির অর্ডার আসে।
Drop your comments: