আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়,বোয়ালমারী, মধুখালি (ফরিদপুর -১) আসনে অবহেলিত জনগণের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে জনগণের পাশে দাঁড়াতে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা টাইমস ও এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলন আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার(১৩ জুলাই) সকাল ১০ টায় আরিফুর রহমান দোলন আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয়, আর যদি আমি এমপি হতে পারি তাহলে সাধারণ জনগণের জন্য কাজ করে যাব।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলমগীর কবিরের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, কেন্দীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন, এবং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
তিনি তার বক্তব্যে বলেন,খাদ্য, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, যোগাযোগ, কৃষি, শিক্ষা, ক্রীড়াসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বের রোল মডেল।’
প্রথিতযশা সাংবাদিক আরিফুর রহমান দোলন বলেন, ‘দেশের চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে গণমাধ্যম কর্মীদের কলম ধরতে হবে। আপনাদের প্রতি আহবান, আপনারা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আবারও ক্ষমতায় এলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।’
এছাড়াও গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাধারণ মানুষের পাশে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশনের জন্যও আহ্বান জানান দোলন। তিনি বলেন, ‘সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশনের জন্য যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমি আপনাদের পাশে থাকবো।’