আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মদী ভাঙন প্রতিরোধে মধুমতি নদীর তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একনেক থেকে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হওয়ায় আলফাডাঙ্গা প্রশাসনের পক্ষ থেকে গণসংবর্ধণা দেওয়া হয়েছে।
শনিবার(১৭ জুন) সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে এ সময় সংসদ সদস্যর সহধর্মীনি সেলিনা আক্তার, পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরামুজ্জামান কুয়েতি, নারী ভাইচ চেয়ারম্যান লায়লা পারভিন, ওসি মো.আবু তাহের, বোয়ালমারী উপজেলা ভাইচ চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ইউপি সদস্য এস এম মিজানুর রহমান, শরীফ হারুন-অর-রশীদ, খান সাইফুল ইসলাম, আব্দুল ওবাহ পান্নু, আলফাডাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাড.কোবাদ হোসেন ও প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলমসহ স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।