ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর মিনি ট্রাক ও পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান শরীফ লকে কুপিয়ে জখম করেছে সমিতির সভাপতি জুবায়ের আল মাহমুদ বাদল মন্ডল।
আহত হাসান শরীফ জানান, বাদল মন্ডল রুবেল বরকতের ভাতিজা হওয়ায় জোরপূর্বক দীর্ঘদিন ধরে সভাপতির আসনে দখল করে আছে। আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে এই সভাপতির সাথে মনমাল্যিন্য সৃষ্টি হয়ে আসছিল। এরই জের ধরে ৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আমাকে ফোন করে মালিক সমিতির অফিসে যেতে বলে সভাপতি জুবায়ের আল মাহমুদ বাদল মন্ডল। এই ফোন পেয়ে খোদাবক্স রোডের ডাল মেলের সামনে তিনি পৌঁছালে সমিতির সভাপতি বাদল মন্ডল, লাইন সেক্রেটারি আনোয়ার হোসেন, আরও সাত-আটজন মিলে তার উপর হামলা চালিয়ে, হাতে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় হাসান শরীফের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং হামলাকারীরা তখন সেখান থেকে পালিয়ে যায়।
পরে এলাকাবসির সহযোগিতায় তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান রাতে তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল বর্তমানে কিছুটা ভাল, তবে মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসা চলমান রয়েছে। সাধারণ সম্পাদক সাংবাদিকদের আরো জানান সভাপতির কাছে ১১৭ মাসের আয়-ব্যয়ের হিসাব চাওয়াতে তার ওপরে এই হামলা চালায়। কয়েকদিন যাবত বাদল মন্ডল আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। উক্ত বিষয়ে হাসান শরীফ বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ সম্পাদক হাসান শরীফ।