ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌর নির্বাচনে পানির বোতল প্রতিক নিয়ে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলেন হাজী শরিয়াতল্লাহ বাজার কমিটির সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম মোল্লা। কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শুক্রবার গোয়ালচামট, হাউজিং এস্টেট বায়তুল জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও হাউজিং এস্টেট কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এমএ জলিল, হাউজিং স্ট্রেট কল্যান সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান (লাভলু), নবনির্বাচিত কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লাসহ প্রমুখ। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে পানির বোতল প্রতিক নিয়ে ২ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হাসনাত খান (রাজু) ডালিম প্রতিক নিয়ে ৮ শত ২২ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেছেন। জানা যায়, ফরিদপুর পৌরসভার এই ৯ নং ওয়ার্ডের মোট ২ টি ভোট কেন্দ্রে এই ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৯ নং ওয়ার্ডের সেন্টার অধিন “ মহিম ইন্সটিটিউশন কেন্দ্রে ২১৪ ভোট, খন্দকার মোশার্রফ হোসেন কলেজ কেন্দ্রে ১৮ শত ৬২ ভোট” এই দুই কেন্দ্রে মোট ২ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে তিনি নির্বাচিত হন।
নির্বাচিত এ কাউন্সিলর নুরুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এই জয় আমার নয়, এই জয় আমার ওয়ার্ডের সাধারন মানুষের, আমি ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই, কারন আমার উপর বিশ্বাস রেখে তারা আমাকে বড় একটি দায়ীত্ব অর্পন করেছেন, বিপুল ভোটের ব্যবধানে ওয়ার্ডবাসী আমাকে জয়ী করেছেন। আমাকে যে চেয়ার দিয়েছেন, এই চেয়ার আমার নয়, এই চেয়ার ওয়ার্ডবাসীর। এখন থেকে ওয়ার্ডবাসীর সেবার জন্যই আমি। আগে ও আমি সবার পাশে ছিলাম, এখনো তাদের পাশে থাকতে চাই। এজন্য সবার নিকট দোয়া কামনা করছি। আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কনি যে, সাধারন জনগন আমাকে বিশ্বাস করে যে গুরু দায়ীত্ব অর্পন করেছেন, সেই দায়ীত্ব যেন নিষ্ঠার সহিত পালন করতে পারি। ফরিদপুর পৌরসভাধীন এই ওয়ার্ডের জনগণের অনেক দাবি রয়েছে। অবহেলিত এই ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিশেষ করে বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াল থাকা থেকে মুক্ত করাসহ এই ওয়ার্ডের সন্ত্রাস, চাঁদাবাজ নির্মুলসহ ওয়ার্ডের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।