আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ৯ টায় ফরিদপুরের কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব মাঠে ২৬তম এ বার্ষিক সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাছুমা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শেখ নুরুজ্জামান, এলাকা পরিচালক (সচিব) মোহাম্মদ সাহিদুর রহমান,কোষাধ্যক্ষ মোহাম্মদ মেজবাহা উদ্দিন, জেনারেল ম্যানেজার ও এক্সজিকিউটিব ডিরেক্টর মো আবুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সরকার অর্দ্ধেন্দ এলাকা -০২, আব্দুল মতিন এলাকা -০৩, মোঃ জাহাঙ্গীর আলী ( ইকবাল) এলাকা -০৫, নাজনীন সুলতানা মহিলা পরিচালক, মোসাম্মাৎ সামসুন নাহার মহিলা পরিচালক, মোস্তাফিজুর রহমান নির্বাহী প্রকৌশলী, সাদিকুলজামান খান সহকারী প্রকৌশলী,নির্বাচন কমিশনার এম এস রুবায়েদ হোসেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ প্রভাত রঞ্জন প্রামাণিক, এ্যাডভোকেট সুভল চন্দ্র সাহাসহ বিভিন্ন এলাক বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত পরিচালক মোঃ আকরাম হোসেন তালুকদার (আলফাডাঙ্গা)এবং চর ভদ্রসন (সদরপুর)মোঃ শওকত আলীকে সমিতির বোর্ড মিটিং কক্ষে শপথ বাক্য পাঠকরান এস এম কামাল হোসেন উপ-পরিচালক (প্রশাসন) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সবশেষে সমিতির পরিচালকেদর ভোটের মাধ্যমে নতুন ভাবে পরিচালক কমিটি নির্বাচিত হয়। এই কমিটির সভাপতি হলেন মো সহিদুর রহমান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জনকে পুরস্কার বিতরণ করা হয়।