আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেনের মতবিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনার কাজ শুরু করেছেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ অফিসে উপস্থিত হয়ে পৌর সভার ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বিলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসেন বলেন, আলফাডাঙ্গা আওয়ামী লীগের ঘাঁটি, দল থেকে আমাকে নমিনেশন দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। ছাত্রলীগ করেছি ,যুবলীগ করেছি, দলীয় প্রধান জননেত্রী আমাকে মূল্যায়ন করেছেন। আমি বিশ্বাস করি যেভাবে দলীয় কর্মীদের পাশে থেকেছি ,আজ এই নির্বাচনে দলীয় কর্মীরা ঠিক তেমনি ভাবে আমার পাশে থেকে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন। আমি আপনাদের পাশে আছি এবং সবসময় আপনাদের পাশে থাকবো। তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
তিনি আরও বলেন, আমি সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে সাধ্যমত চেষ্টা করব। আপনারা জনপ্রতিনিধি আপনাদের ভোট অনেক মূল্যবান। আপনাদের দায়িত্ব অনেক বেশি। এখন সময় হয়েছে এলাকাবাসীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার। তিনি জেলা পরিষদ নির্বাচনে ভোটার ছাড়াও স্থানীয় এলাকাবাসী দোয়া কামনা করেন। তিনি বলেন আমি আশা করব আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এলাকাবাসীর উন্নয়নে আমাদের সাথে একযোগে কাজ করবেন।
আওয়ামী লীগ অফিস থেকে মতবিনিময় শেষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের সাথে সরাসরি মতবিনিময় করবেন বলে সাংবাদিকদের জানান।