আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ থানা আলফাডাঙ্গা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের শ্রেষ্ঠ ওসি,একই থানার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে এসআই বিনয় নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ জুলাই) বিকাল ৩টায় ফরিদপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ শাহজাহান পিপিএম-সেবা, কাজের স্বীকৃতি স্বরূপ আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহেরর হাতে এ পুরস্কার তুলে দেন এবং দুই ক্যাটাগরিতে এই পুরস্কার বিতরণ করা হয়।
আলফাডাঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনায়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি, অপরাধ নিবাড়ণে প্রিভেনটিভ পুলিশিং কার্যক্রম বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জেলার শ্রেষ্ঠ ওসি এবং শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম,সহকারী পুলিশ সুপার (সার্কেল মধুখালি) সুমন কর, সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মোঃ আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।