আজিজুর রহমান দুলাল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার সালথা উপজেলা হতে একটি মাহেন্দ্র গাড়ি ফরিদপুর শহরের উদ্দ্যেশ্যে ছেড়ে আসে। ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি নামক আঞ্চলিক হাইওয়ের কাছে এলে আনুমানিক সকাল ৭.৩০ মিনিটের দিকে নিয়ন্ত্রন হারিয়ে মাহেন্দ্রটি উল্টে যায়। এ সময় গুরুতর জখম হয়, নুরে আলম(৩৫), শাহআলম মোল্লা, রফিকুল মিয়া।
স্থানীয় জনতার সহযোগিতায় তাৎক্ষনিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে নুরে আলমের অবস্থা আশংকাজন হলে, অপারেশন রুমে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপর দুজন আহত শাহআলম ও রফিকুল হাসপাতালে ভর্তি রয়েছে। মাহেন্দ্রতে থাকা অন্যসব যাত্রীগণ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। সুত্রে জানা যায়, মৃত নুরে আলমসহ অন্যান্য আহতরা নগরকান্দা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপুর গ্রাম হতে ফরিদপুর এর দিকে ব্যাক্তিগত কাজের উদ্দ্যেশ্যে রওনা হয়।