ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে মামুন মোল্লা (২৮) নামের একজন নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ভাষানচর ইউনিয়নের নতুন বাজারের ঢিলাডাঙ্গী রাজ্জার মুন্সির বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীগন জানান, মামুন বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের নতুনবাজার হতে চর চাঁদপুরের রাস্তার মাঝে ঢিলাডাঙী রাজ্জাক মুন্সির বাড়ি সংলগ্ন সামান্য বেঁকে যাওয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লেগে যায়।
মৃত মামুন মোল্লা ওই উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক রুস্তম খাঁর হাট এলাকার মিজান মোল্লার ছেলে।
গাছ ভর্তি নসিমনের ভিতরে মোটরসাইকেল সহ চালক নিজেও ঢুকে যায়। মাথার একপাশে ছিদ্র হয়ে বুকে প্রচন্ড রকম আঘাত লাগে। ঘটনার পরবর্তীতে স্থানীয় লোকজন মামুনকে চিকিৎসা সেবা দিতে ঘটনাস্থল থেকে কৃষ্ণপুরে নেওয়ার পথে নতুনবাজার বড় মসজিদ নামক স্থানে পৌছালে ছেলেটা মৃত্যুর কোলে ঢোলে পরে। এরপর সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও নসিমনটি আটক করা হয়েছে।এঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।