ফরিদপুর জেলা মিনি ট্রাক ও পিকাপ মালিক সমিতির সভাপতির নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায়, ফরিদপুর জেলা মিনি ট্রাক ও পিকাপ মালিক সমিতির যার রেজিস্ট্রেশন নং ৪৬৪২, গত ১৯০৯ সালে সমিতির কার্যক্রম শুরু হয়। বর্তমানে জোর পুর্বক সভাপতি হিসাবে দায়ীত্ব পালন করছেন জোবায়ের মাহমুদ ওরফে বাদল মন্ডল।
তিনি ফরিদপুর প্রেস ক্লাব থেকে সদ্য বহিস্কৃত সভাপতি ইমতেয়াজ হাসান রুবেল ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদ্য বহিস্কৃত বরকত মন্ডলের ভাতিজা হওয়ায় প্রভাব খাটিয়ে পিকাপ মালিক সমিতির কাউকে তোয়াক্কা না করে হিসাব পত্র না বুঝিয়ে আনুমানিক ১৮ মাস ধরে একক ভাবে সমিতি পরিচালোনা করে প্রায় ৭০ লক্ষ টাকা আতœসাৎ করার অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে, সমিতির সিংহভাগ কর্মকর্তারা জানালেন, সমিতিতে প্রায় ৬০০ গারী রয়েছে। প্রতিটি গাড়িকে ভর্তির সময় ৬ থেকে ১০ হাজার টাকা জমা দিয়ে ভর্তি হয়। এ ছাড়াও প্রতি গাড়ী থেকে মাসিক ৫০০ টাকা করে মাসিক চাঁদা নেওয়া হয়। এই টাকা যৌথ একাউন্টে রাখার কথা থাকলেও না রেখে নিজেই আত্মসাৎ করে। এই অবৈধ সভাপতি বাদল মন্ডলের হাত থেকে পিকাপ সমিতির সকল সদস্যগন বাচতে চায়।
দ্রুত এই সভাপতির দুর্নীতির বিষয় সমাধান করার জন্য আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছন সকল পিকাপ মালিক এবং সমিতির কর্মকর্তাগন। এই অভিযোগের ব্যাপারে অভিযুক্ত বাদল মন্ডলের কাছে জানার জন্য তার মুঠোফোনে একাধীকবার ফোন করলে তিনি ফোনটি ধরেননি।