আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
সোমবার বিকেলে উপজেলা হাসপাতাল রোড বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
এসময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিয়া আকরামুজ্জামান, পৌর বিএনপি সদস্য সচিব রবিউল হক রিপন, উপজেলা যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস, সাবেক যুবদল সভাপতি মনিরুজ্জামান ও যুবনেতা কামরুল ইসলাম দাউদসহ ছাত্রদল, যুবদল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর ফরিদপুরে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলটির চেয়ারপারর্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আব্বাসকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, কমিটি বাতিল করায় দীর্ঘ দুই বছর পর গত ১৫ এপ্রিল সৈয়দ মোদাররেস আলী ইছাকে আহ্বায়ক ও একেএম কিবরিয়া স্বপনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।