ফরিদপুরে সৌদি আরবে গৃহ-শ্রমিকের কাজ করে সঞ্চয় করা অর্থ স্বামীর প্রতারণার কারণে হারানোর অভিমানে আত্মহত্যার করেছেন বিউটি আক্তার (৪০) নামে এক প্রবাস ফেরত নারী।
রোববার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে একটি স্কুলঘরের আড়ার সাথে ঝুলে থাকা তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বিউটি আক্তার মোটরা গ্রামের মোসলেম মাতুব্বরের মেয়ে। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ছয় বছর আগে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হয় তার। এরপর তিনি সন্তানদের ভরণপোষণের জন্য সৌদি আরবে যান। দু’বছর আগে দেশে ফিরে তিনি দ্বিতীয় বিয়ে করেন সালথার লুৎফর রহমান (৪৬) নামে এক ব্যক্তিকে। এরপর তিনি আবার সৌদি আরব চলে যান এবং ছয় মাস আগে দেশে ফিরে আসেন।
বিউটি আক্তারের ছেলে জাহিদ শেখ (১৯) বর্তমানে কাউলিবেড়া গ্রামে একটি দোকানে কাজ করেন। তিনি জানান, বিদেশে থাকা অবস্থায় তা মা উপার্জন করা সব টাকা দ্বিতীয় স্বামী লুৎফর রহমানের কাছে পাঠাতেন। আর তারা নানা বাড়িতে থাকতেন। এরপর তার মা দেশে ফিরে আসেন এবং তাকে নিয়ে লুৎফর রহমান ভাঙ্গার তুলি হাসপাতালের নিচে একটি বাসায় ভাড়া থাকতেন।
জাহিদ আরো জানান, দেশে ফিরে টাকার কথা জানতে চাইলে লুৎফর প্রথমে তালবাহানা করেন। তাকে মারধর করতেন এবং হত্যার হুমকি দিতেন। কয়েক দিন আগে তার মাকে মারধরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উপার্জনের সব টাকা হারানোর পাশাপাশি স্বামীর অত্যাচার-নির্যাতনে তার মা খুবই হতাশায় ছিলেন।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।