আজিজুর রহমান দুলাল : সারা বাংলাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ দিবস পালিত হয়েছে। আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনেল তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ উপস্থিতিতে একশত দুই পাউন্ড ওজনের কেক কেটে শুভ উদ্ভোধন করেন। একই সময় পৌর মেয়র সাইফুর রহমান সাইফার আলাদাভাবে একশত দুই পাউন্ড ওজনের কেক কেটে শুভ উদ্ভোধন করেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং পৌর সভার মেয়রের নেতৃত্বে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কয়েক হাজার লোক এই আনন্দ শোভাযাত্রা শুরু করে,এটি বুড়াইচ ইউনিয়ন পরিষদ, শিরগ্রাম বাজার,বানা, হেলেঞ্চা, গোপালপুর, ইছাপাশা হয়ে মালা, মহিষার ঘোপ, জাটিগ্রাম হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিন উদ্দীন,প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আমীর হামজা, ডাঃ নাজমুল হোসেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ,কৃষি অফিসার কৃষি বিদ রিপন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন এবং আলফাডাঙ্গার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।