আজিজুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ গত ২৪শে ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠনের মধ্যে ৬৪ জেলায় একই সময়ে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরন কার্যাক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল।চেক বিতরন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর জেলা প্রশাসকের হলরুমে জেলার ৭টি সংগঠনকে মোট ২ লক্ষ ৯০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন,চেক বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম মইনুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাইফুল কবির, সহকারী কমিশনার সুমন দাস, সমাজ বিন্যাস প্রচেষ্টার নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সকল উপজেলার যুবউন্নয় অধিদপ্তরের কর্মকর্তারা এবং য়ুব সংগঠনের সভাপতি/ সম্পাদক।