আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী ২০২০-২০২১ সলের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।
২৪ জুন বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তাসলিমা আলীসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণসহ কার্যালয়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।
Drop your comments: