আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের সন্তান বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক বিশিষ্ট কবি হাবিবুল্লাহ সিরাজীর মৃত্যুতে এক স্মরণ সভা ১০ জুন(বৃহস্পতিবার)রাতে ফরিদপুর মুসলিম মিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর আলতাফ হোসেন, প্রফেসরএম এ সাত্তার, সাংবাদিক মফিজ ইমাম মিলন, আব্দুল্লাহ আল মামুন, ম আহমেদ নিজাম, অধ্যাপক ইব্রাহিম হোসেন, প্রমূখ।
সভায় হাবিবুল্লাহ সিরাজীর লেখা কবিতা আবৃত্তি করেন অদ ই দত্ত, কবি মাজেদুল হক লিটু, শুভ, জারিন আফরিন, নিলুফার ইয়াসমিন, অনুষ্ঠানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। একই সাথে ফরিদপুর মিউজিয়ামে তার একটা ছবি রাখার প্রস্তাব করা হয়। এছাড়া ফরিদপুরে একটা হেরিটেজ করার দাবি জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইব্রাহিম হোসেন।