ফরিদপুর জেলা প্রতিনিধিঃফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌরভ বণিক (২৫) নামে এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন।
আজ ১ আগস্ট (রবিবার) আনুমানিক বেলা ১টার সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর খাঁ বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সৌরভ বণিক নামে রূপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের চাউল ব্যবসায়ী হরিপদ বণিকের ছেলে।
জানা যায়, সৌরভ বণিক বোয়ালমারী বাজার থেকে চাউলের বস্তা সেলাইয়ের সুতা ক্রয় করে মোটরসাইকেল যোগে রুপাপাত যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সৌরভ বণিক নিহত হয়। এ সময় তার সাথে থাকা চয়ন বণিকসহ আরও একজন আরোহী আহত হয়। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।