আজিজুর রহমান দুলালঃ গতকাল শুক্রবার সকাল ১১টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও করোনাজনিত কারনে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় মানুষের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা, ফরিদপুর,এর উপ-পরিচালক মোঃ আসলাম মোল্লা, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা যায়, বর্তমান অর্থ বছরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহ নির্মান বাবদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।
এ সময় অনান্যের মাঝে উপস্থিত ছিলেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্ত কর্মচারীগত।