![99999](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/02/99999.jpg)
শামসুল হক:
আগামী ২১ এবং ২২ ফেব্রুয়ারী ফটিকছড়ি খিরাম হযরত আহমদ ছাফা (রঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পরিষোদের উদ্যোগে শারজাহ বি এম রোলা গ্যারেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আজিমুল গনির সভাপতিত্বে ও মোহাম্মদ শাহাজাহানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি আহমেদ সাফা ইবতেদায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক ও শারজাহ ইউজড পার্টস ফটিকছড়ি ফোরাম সমিতির সভাপতি আলমগীর ছাফা, মোহাম্মদ মূঈনউদ্দিন, আলহাজ্ব নুরুন্নবী, তহিদুল আলম জিলানী, মোঃ শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীরা যেভাবে সুন্দর ভাবে পড়া লেখা করতে পারে সে লক্ষ্যে এবং মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের সহগোগীতা প্রয়োজন। পাশাপাশি আসন্ন বার্ষিক মাহফিল যাতে সুন্দর ভাবে প্ররিচালনা করা যায় সে ব্যাপারেও বিভিন্ন ভাবে সহযোগীতা করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান উপস্থিত বক্তারা। আলোচনা শেষে আলহাজ্ব নুরুল আমিন দেশবাসী এবং প্রবাসীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।