বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে মিনি ট্রাক থেকে ড্রাম ভর্তি দুই বস্তা গাজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) গভির রাতে খুলনা-মাওয়া মহা সড়কে ফকিরহাটের নোয়াপাড়া এলাকার কামাল ফিলিং ষ্টেশনে পারকিং করা একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে ওই গাজা উদ্ধার করা হয়।
ফকিরহাট সার্কেলের সহাকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামিম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকেই আমাদের কাছে সংবাদ ছিল ঢাকা থেকে মাদকের এটা বড় চালান আসতেছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই অভিযান চলে। সর্বশেষ রাতে কামাল ফিলিং ষ্টেশনে পারকিং করা একটি মিনি ট্রাককে সন্দেহ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা দুজন পালিয়ে যায়। যা সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি।
তিনি আরো জানান, অনেক ক্ষন পর্যেবেক্ষনে রাখার পর স্থনীয় সংবাদকর্মীদের সামনে ওই মিনি ট্রাকে অভিযান চালিয়ে মাছের ড্রামে ভর্তি দুই বস্তা গাজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি ও ট্রকের কাগজ পত্র অনুসরন করে মাদক কারবারীদের আটকে অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।