
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী এলাকায় রুকসানা আক্তার ওরফে আশামনি (১৮) নামের এক তরুনীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
হাসপাতাল ও মৃতের পরিবার সুত্রে জানা যায়,সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাথরুমের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ওই তরুনী আত্মহত্যা করে। পরিবারের লোকজন ওই তরুনীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত আশামনি আট্টাকী এলাকার ফারুক শেখের কন্যা। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Drop your comments: