ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রেসক্লাব ও প্রেসক্লাব বোয়ালমারী একত্রীভূত হয়ে নতুন করে প্রেসক্লাব বোয়ালমারী নামকরণে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে বোয়ালমারী বার্তা কার্যালয়ে অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে এক বর্ধিত সভায় এই কমিটি গঠন করা হয়। সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীকে সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি যমুনা টিভি ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মহাব্বাত জান চৌধুরী, সহসাধারণ সম্পাদক দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মো. ইলিয়াস মোল্যা, কোষাধ্যক্ষ দৈনিক খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, দফতর সম্পাদক দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি এসএম রুবেল, কার্যনির্বাহী সদস্য সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, দৈনিক পুনরুত্থান প্রতিনিধি মিজান উর রহমান, বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, দৈনিক গণমুক্তি প্রতিনিধি বিপ্লব আহমেদ। সাধারণ সদস্য দৈনিক সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক আজকের সারাদেশ প্রতিনিধি মো. হুসাইন মিয়া, দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি টুটুল বসু, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি রেজাউল করিম (রেজা), দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি শরিফুল ইসলাম শাহরিয়ার রনি, দৈনিক খবর বাংলাদেশ সোহেল পারভেজ, দৈনিক বাংলাদেশ প্রথম ডাক প্রতিনিধি মো. ছরোয়ার মোল্যা, দৈনিক আজকালের খবর প্রতিনিধি ওয়াহিদুজ্জমান স্বাধীন।