![IMG_20201204_100651](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/12/IMG_20201204_100651.jpg)
কোরআন ও সুন্নাহ অনুযায়ী ভাস্কর্য ও মূর্তি একই জিনিস দাবি করে ইসলামে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ হারাম বলে উল্লেখ করেছেন দেশের র্শীষ উলামা মাশায়েখগণ।
মূর্তি-ভাস্কর্য স্থাপন নিয়ে জনমনে বিভ্রান্তি নিরসনে কোরআন সুন্নাহ্’র আলোকে দেশের শীর্ষ আলেম ও মুফতিগণের আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দেশের শীর্ষ উলামা মাশায়েখগণ এক সংবাদ সম্মেলনে এ ফতোয়া প্রকাশ করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আল্লামা নুরুল ইসলাম জিহাদী ও মুফতী এনামুল হক বসুন্ধরা। এসময় মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মুফতী আরশাদ রহমানী বসুন্ধরা, মাওলানা আবুল কালাম মুহাম্মদপুর, মুফতী মাহফুজুল হক, মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা জুনাইদ আল-হাবীব,মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাও. খোরশেদ আলম কাসেমী, মাও.খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ ও মুফতিগণ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল ঢাকার বসুন্ধরাস্থ ইসলামী রিসার্চ সেন্টারে দেশের শীর্ষ মুফতিগণের উপস্থিতিতে এক রুদ্ধদ্বার বৈঠকে এই ফতোয়া তৈরী করা হয়।ফতোয়ায় স্বাক্ষর করেছেন, মুফতি আব্দুল মালেক, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা এনামুল হক কাসেমী, মুফতি মুহিউদ্দীন মাসুম, মাওলানা তাউহিদুল ইসলাম।