হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৮ হাজারের বেশি বিদেশফেরত প্রবাসী পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে পারবেন না।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় তাদের সরকার নির্ধারিত আবাসিক হোটেল বা কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সেখানেই ঈদ কাটবে তাদের।
করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরার পরও স্বজনদের সঙ্গে ঈদ করতে না পারায় প্রবাসী কর্মীদের ভেতর ক্ষোভ ও হতাশা রয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’ নীতি অনুসরণ করছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সর্বমোট ৪৯ হাজার ১৭৬ জন যাত্রী দেশে ফেরেন।
তাদের মধ্যে যারা করোনা নেগেটিভ সনদ এবং দুটি টিকার সনদ নিয়ে ফিরেছেন এমন ৪০ হাজার ৮৭৯ জনকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার সুযোগ দেয়া হয় এবং অবশিষ্ট ৮ হাজার ২৯৭ জনকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।