![InShot_20230501_101253421](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/05/InShot_20230501_101253421.jpg)
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের প্রবাস ফেরত শরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি এনামুল হক খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের ৮ দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাত ৩ টার দিকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতারর করে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম।
আটক একরামুল হক খোকন সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলির ছেলে। সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের কথা তিনি স্বীকার করেছেন।
গত ২০ এপ্রিল বিকেলে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের প্রবাস ফেরত শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
প্রায় তিন বছর আগে শরিফুল ইসলাম দুবাই থাকার সময় রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে এনামুল হককে টাকার বিনিময়ে দুবাই পাঠায়। সেখানে খুব একটা সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসেন এনামুল। পরে শরিফুল ইসলাম দেশে আসার পর তার কাছে টাকা ফেরত চায় এনামুল। এ নিয়ে তাদের সঙ্গে একাধিকবার কথা কাটাকাটি হয়। ঘটনার দিন ২০ এপ্রিল দুপুরে কৌশলে শরিফুল ইসলামকে হাতিভাঙার মোড় এলাকায় ডেকে নেয় এনামুল। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান তিনি।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শরিফুলের চাচা আমদহ ইউপির সাবেক সদস্য কাবুল আলী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।