
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রবাস ফেরত যুবক এমরান হোসেন (৪০)কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ সার্কেল অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল বাসারের ছেলে। সে সৌদি আরব থেকে ছুটিতে আসে।
স্ত্রী ফারজানা বেগম জানান, তাদের নিকটআত্মীয় আশেক এলাহী বাবু বাসায় ঢুকে স্বামীর সাথে হট্টগোল করে। একপর্যায়ে এমরানের গলা কেটে সে পালিয়ে যায়।
তবে নিহতের বোন বলছেন, তার ভাইকে একবার তালাক দিয়েছে ফারজানা। তার পরকীয়ার জেরে ভাইকে খুন করা হয়েছে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, হাসপাতালে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।