প্রবাসী দেশের সামাজিক ও মানবিক কাজে সবচেয়ে বেশি এগিয়ে। দেশের সামাজিক সংগঠনগুলোর বেশিরভাগ কার্যক্রম প্রবাসীদের টাকায় পরিচালিত হয়। গ্রাম গঞ্জ থেকে শুরু করে বড় বড় যেসকল সামাজিক সংগঠন রয়েছে তাদের মূল পৃষ্ঠপোষক প্রবাসীরা৷
বৃহস্পতিবার আজমানে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ দ্যা হিউম্যানিটির প্রতিষ্ঠাতা সভাপতি এ্যডভোকেট বদিউল আলম সুজনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শারজাহর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবি, সংবর্ধিত অতিথি এ্যডভোকেট বদিউল আলম সুজন।
এসময় আরও বক্তব্য রাখেন আজমানের বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ রুবেল প্রমুখ।
উল্লেখ্য করোণাকালীন সময়ে বাংলাদেশে বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট, এ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা আক্রান্ত মৃতদেহ দাফন কার্যক্রম করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি ব্যাপক আলোচনায় আসে।