বাংলা এক্সপ্রেস ডেস্কঃ বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউএই বিএনপি।
গতকাল বুধবার (১৩ মে) ইউএই বিএনপির সভাপতি জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদারের নেতৃত্বে আমিরাতের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ জন প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউএই বিএনপির পক্ষ থেকে বলা হয়, মহামারীর শুরু থেকে দেশে দেশে বিপর্যস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে বিএনপির বৈদেশিক শাখা। সেই ধারাবাহিকতায় আমিরাতেও প্রপবাসীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। খাদ্য সামগ্রী বিতরণ চালু থাকবে বলেও জানানো হয়।
প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে ইউএই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।