May 17, 2024, 1:13 pm

প্রবাসীদের প্রতিনিধি হিসেবে সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী যুক্তরাষ্ট্র প্রবাসী সামি

  • Last update: Tuesday, November 7, 2023

নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হলে প্রবাসীদের পক্ষে কথা বলতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি। প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট-৬ ( গোলাপগঞ্জ -বিয়ানীবাজার) আসন থেকে প্রার্থী হতে আগ্রহী তিনি।

বাংলা এক্সপ্রেসকে সামি বলেন, ‘সিলেট-৬ আসন ঐতিহ্যবাহি আসন। এই আসন থেকে কর্নেল এম এ গণি উসমানী থেকে শুরু করে নুরুল ইসলাম নাহিদ নির্বাচন করেছেন৷ এই আসনের মর্যাদা রক্ষায় আমি সর্বাত্মক চেষ্টা করবো। আমার জন্মভূমি হওয়ায় এই অঞ্চলের প্রতি আমার ভালোবাসা সবচেয়ে বেশি৷ আমাদের এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা। প্রবাসীদের কথা বলার জন্য, প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি কাজ করবো৷ বিশেষ করে বিমানবন্দরের হয়রানি, প্রবাসীদের নিরাপত্তা ও লাগেজ বিভ্রান্ত, বিনামূল্যে লাশ দেশে প্রেরণসহ ২ কোটি প্রবাসীদের মৌলিক অধিকার আদায়ে জাতীয় সাংসদে কথা বলার সময় এসেছে। অধিকার আদায়ের জন্য প্রবাসীদের প্রতিনিধি সংসদে থাকা সময়ের দাবি।’

কোনো দলের হয়ে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রবাসীদের প্রতিনিধি হয়ে লড়বো৷ আমার বিশ্বাস প্রবাসীরা আমাকে সহযোগিতা করবেন৷ এখন পর্যন্ত রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করার কোনো চিন্তা নেই৷ প্রবাসী অধ্যুষিত এলাকায় প্রবাসীদের পক্ষের লোক হয়ে নির্বাচন করাই আমার কাছে সঠিক মনে হচ্ছে৷

গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম হাজী ইরফান আলীর দৌহিত্র ও হাজি জাফর ফারুক কুনু মিয়ার জেষ্ঠ্য পুত্র ওমর ফারুক সামি।

জানা যায় ইতোমধ্যে তিনি এলাকায় বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন৷ করোনা ও প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহযোগীতা করেছেন৷

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC