প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। বাংলাদেশের এই অগ্রযাত্রায় প্রবাসীদের ভুমিকা অপরিসীম। দেশের অর্থনৈতিক চলমান উত্থানে তৈরি পোশাক শিল্পের বড় অবদান রয়েছে। পোশাক শিল্প দেশের ৮৪ ভাগ রপ্তানি আয়ের জোগান দেয়। এমন ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালে বঙ্গবন্ধুর চির কাঙ্খিত সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হবে।
শুক্রবার রাতে দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন৷
তিনি বলেন, আমি সহকর্মীদের বারবার এই অনুরোধ করছি, সেবাপ্রত্যাশী প্রবাসীরা যখন বাংলাদেশ মিশনে আসবেন তখন যেন তারা স্মরণীয় করে রাখার মতো সেবা পান। প্রবাসীদের সমস্যার সমাধান করতে না পারলেও তাদের হাসিমুখে সেবা দান করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির। সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। অনুষ্ঠানে আমিরাতের ২১ জন সিআইপির হাতে সম্মাননা পদক তুলে দেন।