প্রবাসীদের জন্য সিটি বন্ড চালুর কথা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম৷ দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান৷
মেয়র আতিকুল ইসলামের সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহাববু আলম মানিক সিআইপি। প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
আতিকুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ২০৪১ সালে একটি নতুন মাইলফলকে উত্তীর্ণ হবে বাংলাদেশ। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের উল্লেখযোগ্য শহরদের একটি হবে ঢাকা৷ দেশের এসব অগ্রযাত্রায় সিটি বন্ডের মাধ্যমে প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানান মেয়র৷
সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউছারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, শাহ মোহাম্মদ মাকসুদ, আবুল কালাম সিআইপি প্রমুখ।