সংযুক্ত আরব আমিরাতের ‘রেসিডেন্ট কার্ডধারী’ ও নাগরিকদের দুবাইয়ে ফেরত নিতে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই ফ্লাইটে যেতে আগ্রহীদের নিবন্ধন করার আহবান জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জুন) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন জানান, যারা সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট কার্ডধারী, শুধু তাদের জন্য ফ্লাইট পরিচালনা করা হবে। এজন্য আগ্রহীদের নিবন্ধন করতে হবে।
জানা গেছে, আগ্রহীদের প্রথমে সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল অথরিটি ফর আইডেনন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ দফতরের ওয়েবসাইটে আবেদন করে অনুমতি নিতে হবে। এরপর অনুমতি পেলে বিমানের টিকিটের জন্য বিমানের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
ফেরত যাওয়ার পর সবাইকে বিমানবন্দরেই করোনা টেস্ট করা হবে এবং ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকতে হবে। তাদের দেশটির স্বাস্থ্য অধিদফতরের অনুমোদিত করোনা ট্রেকিং মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে।